নুরদরিয়ায় গোসল দিয়া,
আইলো নবী দুনিয়ায়।
নবী নবী নবী আমার,
নবী মোস্তফায়।
সৃষ্টি ধারার প্রথম তিনি,
তিনি খোদার নুর।
তাহার সৃষ্টি না মিলিলে,
সকল সৃষ্টি দুর।
মাশুক মনের আশিক তিনি,
আশিক বিধাতাই।
নুরের থেকে সৃষ্টি ধারা,
নুরের কথা কয়।
নুর থেকে কী নুর বিহনে,
অন্য কিছু হয়।
মুর্খ জনের গলদ মাথায়,
এমন বুঝ কী রই।
রিদয় মাঝে দর্শন নিলে,
তাহার নুরের রবী।
নরক তাহার ছুটে পালায়,
এমনি সে কবি,
দেহীফারুক কাঁদে আহা জনম,
তারে চিনো নাই।