কেনো এতো বাহাদুরী,
করো ওরে অচীন মন।
কয়দিনের বসত ওরে,
কয়দিনের ভূবণ।
আছো কেমন উদাস মনে,
ভূবণ টাকে আপন জেনে।
ভাও জানো না ওরে কানায়,
হর্তাই মম চিরন্তন।
শোনো শোনো শোনো দেহী,
পবিত্রতা সত্তায় হবি।
হরতা বিচার করবে তোমার,
এই সত্তাতে হলে দূষণ।
চলতে এসে ক্ষণিক বেশে,
মুলের ঘরে তালা কষে।
দেহীফারুক দেখে মন বিহারে,
রইছে প্রভুর সিংহাসন।
চমৎকার লেখনী
ধন্যবাদ সুপ্রিয়