চাঁদে মন। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

চাঁদে মন লাগলো ভালো,
তাইতো দেখি চাঁদের আলো।
আহারে বন্ধু আমার,
দেখাই বাহার তোরী আলো।

আমার ক্লান্ত দেহো বেশ,
সবাই হানে শুধু ক্লেশ।
কবে পাশে করবি সাথে,
আমার লাগবে রে ভালো।

যাহার ভুলে বুঝার নেশ,
তাহার চাটুকারী শেষ।
মরণ নাশে চড়বী ফাঁসে,
তোমার জুটবেরে কালো।

এ যে ভ্রান্ত কানার দেশ,
কারো বলিস নারে বেশ।
দেহীফারুক চুপটি করে,
দেখে তোর আধারে আলো।

Leave a Reply