দরদের তুমি। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

কতনা দরদের তুমি,
কেমনে তা বুঝাইতাম।
আমারে কী নাই মনেরে দরদী,
আমারে কি নাই মনেরে।

চান্দের সাথে সূর্য্যের পিরিত,
মাটির বুকে জল।
তোমার আমার এই প্রিরিতি,
পাই যেন সুফলরে।

মেঘের সনে বজ্রের ঝিলিক,
সাগর জলে প্রাণ।
তোমার সিফাত খুজতে গিয়ে,
কূল হইল বিরাণরে।

চাঁদে যখন লাগেরে গ্রহন,
ভূবন ফেলে ছায়া।
দেহীফারুক বন্ধে তোমাই,
পড়বেনি কী দয়ারে।

Leave a Reply