দেহীফারুক বলছি। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

        মরমের ও পার থেকে,
            দেহীফারুক বলছি।
        আমি বা কার কে বা আমার,
            সে কথায় ভাবাছি।

        যেতে পথে জোমছে জ্বরা,
            ভুগে ভোগে মরগে মরা।
        জনমে জনম চক্রে ঘেরা,
            কে বা কোথাই ডুবছি।

        জাতে মতে জ্বলছে ধরা,
            ঘুরে ফিরে বর্গে চরা।
        এ দল বিদল বক্রে মেশা,
            কইবা মাথা ঠুকছি।

        মতামতে মাতছে যারা,
            দুরে সরা তর্কে তোরা।
        মর্মে প্রণের মুগ্ধ হরা,
            এইতে কথা কইছি।

Leave a Reply