হরে কৃষ্ণাহ হরে হরে,
কৃষ্নাহ কৃষ্নাহ হরে হরে।
করো উন্ধার ভয়াঘোর কলিকাল,
দেহীফারুক ডরে ডরে।
মানব এলো না এলো ধর্ম আগে,
ধর্ম সৃষ্টির হবে স্রষ্টা কে তবে।
মানব ফেলে মহা শূন্যে ঊদাসীন,
ধর্মের হায়জাক ঘরে ঘরে।
মর্ম ছাড়া কে আর ধর্মাচারে,
সংঘাত দুস্কৃতি দৈত্যের অনাচারে।
দানবতায় মানবতা আজ মূল্যহীন,
ধর্মের হায়নাল লড়ে লড়ে।
ধার্মিক এসো অধর্ম বিচারে,
অপজাত সংস্কৃতি দুষ্টের দমনে।
ভক্তের ভগবান হও সত্যে আশীন,
ধর্মের পয়গাম সুরে সুরে।
করো উন্ধার। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।
4 thoughts on “করো উন্ধার। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।”
Leave a Reply
You must be logged in to post a comment.
Darun lekhoni
Thanks For Comment
অসাধারণ ,,,।।।
অসম্ভব সুন্দর লেখনি ,,,বিস্তার তার চিন্তা চেতনা ,,,।।।
সাধুবাদ জানাই,,, হে কবি ,,,।।।
অসংখ্য ধন্যবাদ