মুহাম্মদ সে নই সাধারণ,
আমি তোদের বলবো কী।
কানায় বলে হাই কোটেরী,
হায় হায় খবর নিয়াছি।
ও মা আমেনা হই তার মাতা,
আব্দুল্লাহ তার হলেন পিতা।
দেহ বংশে উহায় সাচ্ছা,
ধ্যান সাধনে কারে প্রাপ্তা।
দেখ কে নাজিল হইয়াছে,
হৃদয় দেশে নাজিল বার্তা।
ওরে আসিয়াছেন পরম হরতা,
সাধারণ কয় গাধার বাচ্ছা।
বইয়া গেলি লোভে গচ্ছা,
তোর চোখে ছানি ধইরাছে।
দেহীফারুক কয়রে ভ্রষ্টা,
তোদের কাপে না বুক মিথ্যা দ্রষ্টা।
না বুঝিয়া সাজলী বক্তা,
পুড়ালি তোর মানব সত্ত্বা।
ওরে ভুল তোরে পাইয়াছে।