বদান্ন্যতায় । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

গান এলো এলোরে,
মন প্রাণ খুলে গেয়োরে।
অচেনা জগতের মাঝে,
কারে তুমি খোজ রে।

বিদ্যার বাদ্যর বদান্ন্যতায়,
নামছে যারা আধার সরাই।
কি দিন এলো কিবা হল,
একটু ফিরে দেখো রে।

ঈর্ষা গোৎসা অন্ধকারায়,
তার কাটা শিকারীর ধরাই।
কি ফল পেলো কি করিলো,
যার পুড়া সে পোড়ে রে।

জন্মা জন্ম চক্রা চরায়,
ভাসছে যারা মরণ ভেলাই।
কি আর বলি কালে কলী,
দেহীফারুক চলো রে।

Leave a Reply