বিনোদিনী গো,
মোর মরমের প্রিয় সখা।
তোমারী বিহনে এই বনতলে,
গাথী বনফুলে মালা।
যেতে যেতে পথে,
চাঁদ মুখ হাসে।
ফুল তুলিতে ডালিতে,
কত কাটা ফোটে।
তবু হাসি গেথে যায় মালা।
গাছে গাছে শাখে,
কাকাতুয়া কাঁদে।
জল মাটিতে হাটিতে,
কত পশু হাকে।
তবু আজ খুজে যায় একা,
থেমে থেমে ঝরে,
পাতা নড়ে চড়ে।
ফুল সুরভী ছড়িয়ে,
তোরী কথা বলে।
দেহীফারুক গা সারে গামা।