ভেদাভেদ । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

কেনো এই ভেদাভেদ দন্দ যে,
ফিরে আয় স্বভাবের গন্ধরে।
জেনো নিশ্চয় আছে বিধাতায়,
অবশেষে পেতে হবে দণ্ডযে।

সাজনীর সাজাসাজি কাণ্ডতে,
রজনী গেলো চলে ভাণ্ডতে।
ছাড়ো পতিকার ক্ষতি,
ধাপে ধাপে যুববতী ভঙ্গুরে।

জাতে মাত তালে সব অন্ধরে,
যুধু বুধু কানাকানি খনজরে।
আছো কোথা নাই গতি,
হবে হবে ভব প্রীতি ধ্বংস সে।

আরে চাঁদ ভেসে থাক অন্তরে,
যবানিকা হবে রাত প্রান্তরে।
দেহীফারুক কে জ্যোতি,
ঝকে মকে নব রথী কান্তরে।

Leave a Reply