সুরগগনে – গীতিকবিতা – অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

সুরগগনে - গীতিকবিতা - অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

সুরে স্বরে দেহীফারুক সাঁধ সেঁধেছে,
হায় বুমেরাং তত্ত্ব গাথা পদ গেঁথেছে।
সুরগগনে আলোরে আলো,
ঐ ঐ চাঁদ উঠেছে।

জাত গুলা সব দম্ভে চরে,
গদ বাধা গত গপ্পো পড়ে ।
কইজা নাইচা অস্থির জিকির,
ওরা জোট বেধেছে।

বাত ব্যথা জর দুঃখ রসে,
শেষ বেলা তোর কষ্টে কাটে।
হাক্কা হুয়া কুস্তির মিছিল,
বুকা কোথা গিয়েছে।

বাধ যথা আজ যাচ্ছে ভেসে,
সুখ সদা সৎ সঙ্গে এসে।
আইবা যাইবা পন্খিল পিছিল,
এথা ফাঁদ পেতেছে।