তোমার ইচ্ছা ছাড়া কিছু নাহি চাই,
তোমার দয়া বিনে কিছু নাহি পাই।
সেই ধর্য্য সেই বিশ্বাস,
হরতা দিও গো আমায়।
ক্ষনে ক্ষনে দম আসে ফিরে যাই,
এই আছি এই বাঁচি কিবা নাই।
মনে মনে ভাব হইলে,
মন মানুষ দেখা পাই।
দিনে দিনে সন গত হয়ে যায়,
চাঁদ ভাসে চাঁদ নাই দেখা নাই।
মাঝে মাঝে বুঝ পাইলে,
আহা কি যে সুখ হয়।
পায়ে পায়ে পথ সেও তো ফুরায়,
দেহীফারুক সুসাধনা ছড়ায়।
সুরে স্বরে গান গাইলে,
এই পরাণটা জুড়াই।