চারিদিকে ঝরিছে অঝোর ধারাবারি,
যাপন করি আমি এহোন কালোরাত্রি।
আজ আধারে তুলিছে প্রতিবাদ প্রকৃতি,
যেমনি পিতৃকন্যা গাহিয়াছে স্নেহ গীতি।
জীবনে আছে সুক্ষ প্রেমের সুখের সম্প্রীতি,
মোর পিতা বোনের নাম রেখেছে প্রকৃতী।
থাকিতে চাই আমি তোমারই করণে,
থাকিতে চাই আমি তোমারই পরাণে।
হে পিতা,তোমারই চরণে যেন নব প্রাণ,
করিও তুমি মোরে এক পার্থিব মহান।
আজ এ মহাদুর্যোগ করিও মোরে রক্ষা,
বিপথে যেন নাহি যায়,কৃপা করিও সদা।
পার্থিবে আছে মোর প্রেমোস্পদ মনোবাঞ্ছা,
আশায় আমি দিবে তুমি সবকিছুই তাহা।
Amazing writing I am speechless…
God bless you my son…
Like father like son…
Awesome writing 👍…
Am speechless…
thank you