অনন্ত বসন্ত। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

নন্দ আমার নন্দ রে,
বড্ড এ আনন্দ রে।
আকার সাকার হও নিরাকার,
অনন্ত বসন্তরে।

সামাল বলি বাজলো দিয়া,
মাতাল হাওয়া ছুটলো রে।
উজান টানে নাচলো হিয়া,
প্রশান্তি ওম শান্তিরে।

নির্বাণ গিয়া জিতলে প্রিয়া,
বনের পশুই হারলোরে।
কামাল কিয়া যুদ্ধ নিয়া,
ঢামা ঢোলের বাদ্যরে।

সে নাম দয়া দেহীফারুক,
তোমার ছায়ায় বাঁচলো রে।
জল হুতাশন মাটি বায়ু,
আদমে চাঁদ মিলবে রে।

Leave a Reply