অন্তর পাখি। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

ঘুমাইওনা অন্তর পাখি,
খাঁচার মায়াতে।
কোথা হইতে আইলা পাখি,
যাইবা কোথাতে।

খাঁচার যখন মৃত্যু হইবো,
পইচা পুইড়া জমিন পাইবো।
মন আমার কারবা বলি,
পাখি যাইবো কইরে।

মায়ার বাধন ছিন্ন যেমন,
দয়ার দয়া মিলবে তেমন।
মন আমার মর্ম মরী,
আমি আমার নইরে।

খাঁচার পাবন ধন্নিরে মন,
অচীন পাখির তীর্থের গমন।
দেহীফারুক ভাইবা ফিরি,
আখেরী হই চই রে।

Leave a Reply