গায় মানুষের জয়ো গান,
হে মানবের ভগবান।
আহারে মানব স্বভাবে দানব,
এ যে মানুষেরী অপমান।
কেন ভেদাভেদ জাতি কোলাকুলি,
মানব ছাড়া কোথা পেলিরে বুলি।
আপন পশুর কতল করী,
আয় মানুষের জয়ো ত্রান।
ভাগে পাওয়া দেহ নেবেরে কাড়ি,
কেন বৃথা কর শুধু বাহাদুরী।
সত্য যাত্রী আত্ম শুদ্ধি,
মানব গুরু হে মহান।
যে বা ভাবাবেগ স্বভাবে ঝুলী,
আপন অঙ্গে দেখ চক্ষু খুলী।
পরম হরতা মহান বার্তা,
দেহীফারুক নিষ্ঠা প্রাণ।