অবহেলী দেহীফারুক । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

তোমায় একটা গান শোনাবো,
এবার একটা গান লিখিবো।
অবহেলী দেহীফারুক,
কি গো তারে চিনাবো।

গানের মানুষ গানের ভাষা,
গান হলো তার প্রাণের কথা।
গান ধ্যানেরী বাক্য সুধা,
একতারা বাজাবো।

যত্র ভুলে আরে তত্রে ঘেরা,
গড়ন কারীর গড়িস তোরা।
ঐ নিদানে কে কার সখা,
কে গা কারে পায়িবো।

গান হারা বেদুঈন গাড়া,
লুট পাটে তে মত্ত তারা।
শেষ বিচারে হইবা একা,
সেই দিন বুঝিবো।

Leave a Reply