এক দণ্ড কপাল মন্দ,
কি আর হবে তোর।
ভাবলি নারে ভাবলি নারে,
ওরে অবুঝ মন।
থাকলি পড়ে আধার ধরায়,
জানলি নারে জীবন কে দেয়।
হায়রে ঘরের মিথ্যা ধাঁধায়,
বাধলি তোর আপন।
রাখলি শুধু পরের খবর,
নিজের মাঝে থাকলো গবর।
দায়রে দুঃখের বাধন জ্বালা,
পাইবে তোর কখন।
মন যদি তোর না হয় সরল,
কেমনে তবে পাইবি নগদ।
দেহীফারুক বলেরে মন,
কাঁদবি তুই তখন।
Excellent
thank you