আট কুঠরীর নয় দরজা,
ঘর খানাতে আমি রই।
আমায় কই বা নি গো,
ঘরের মালিক কই।
ঘর খানা মোর বেজাই খাঁসা,
বিচিত্র তার ঝরকা কাটা।
তারী উপর সদর কুঠায়,
ঐ না মহল হলো শয়।
ঘরের মালিক যদি যেতো ধরা ,
ঘর না পেতো জরার দশা।
কুরে কুরে হইতেছে ক্ষয়,
সেই ভাবনা সদায় বই।
ঘরের মালিক ছেড়ে ভব আশা,
দিন ফুরালে সর্বনাশা।
দেহীফারুক আইছে পাখি,
কোথা হইতে এলো সই।
চমৎকার লেখনী
ধন্যবাদ সুপ্রিয়
Excellent
thanks a lot