আদম শ্রেষ্ঠ । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

আল্লাহ ছাড়া সেজদা হারাম,
দেখো কুরআনেতে লেখা।
ঐ রে মুমিনেরী কলবেতে,
আরে আল্লাহ থাকেন যথা।

আদম ছেড়ে ভুগোল সেজদা,
হারে শয়তানেরী প্রথা।
সেই প্রথাতে তেল ঢালিছে,
হারে আজাজিলের চেলা।

মানুষ ফেলে মুমীন হইবা,
আরে কোন দলিলে গাথা।
মানুষকে যাও লাথি মেরে,
আরে মক্কা কাশী বৃথা।

আদম শ্রেষ্ঠ সবার সেরা,
ওরে বিধাতার ঐ বাসা।
দেহীফারুক হলে মুমিন,
ওরে তার সে পাবে দেখা।

Leave a Reply