আল্লাহু যার প্রাণ,
মুহাম্মদ তার নাম।
শোনো শোনো ওহে,
শোনো আদম সন্তান।
কে সেই ঈসা কে সেই মূসা,
কে সেই দাউদ নবী ইয়াকুব।
কে সেই আদম কে সে কৃষ্ণা,
কে সেই বুদ্ধ হে মহান।
কি বা কুরান কি বা পুরাণ,
কিবা ইন্জিন গীতা ত্রিপিটক।
ঐ না মিলিলে দীল ফুরকান,
কিবা বুঝবে পরম দান।
কে হে আল্লাহ কে ব্রম্মা,
কে হে ঈশ্বর কে হে ভগবান।
দেহীফারুক সকল ভাষায়,
বাস করে হে একটি নাম।