যখন শুনবে তুমি গান,
এ গানো আমার।
গড়ে ছিলেন আদম তাহার,
ওরে আপনো আকার।
নইরে জীবন এমনি তোরা,
স্বভাবেরী কাণ্ড বেড়া।
হরতাহ আছেন তাইতো মোরা,
(ওরে) জীবন্ত বাহার।
হইতে আদম সৃষ্টি সেরা,
প্রতিনিধি কান্ত সেগা।
কেবলাহ আদম অন্যে হারা,
(ওরে) প্রশান্ত নাহার।
হয়না মহান চরণ ছাড়া,
চিরস্থায়ী আন্তলীলা।
দেহীফারুক কইছে আমরা,
(ওরে) অনন্ত যাহার।
চমৎকারলেখনী
ধন্যবাদ সুপ্রিয়