আপন দেশে চল । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

            এ জগৎ মোহ মায়া,
                    মিছা মরীচিকা ছল/জল।
            ও মনরে আমার আপন দেশে চল,
                    ও মনরে আমার আপন দ্বীপে চল।

            ধর্ম কানা অহংকারে,
                    রাষ্ট্র কানা চাটুক দারে।
            সমাজ কানা ভেদ বিচারে,
                    গহীন আধাঁরী জঙ্গল।

            অন্ধমরা তর্ক গাড়ে,
                    অকারণে কলম ঝাড়ে।
            স্বভাব গুনে পোশাক পাড়ে,
                    সসীম জীবন চঞ্চল।

            মানুষ বাঁধা জীন স্বভাবে,
                    পন্ডিত গাঁধা লোভের ফোঁসে।
            মজার বাজার এ সংসারে,
                    দেহীফারুক বঞ্চল।

Leave a Reply