আমলে আওলিয়া । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

			

আমলে আওলিয়া,
আমল হারা দেওলিয়া।
এঁকেছেন আদম আকার,
অপাময় আপন তিনি হই নিরাকার।

সসীম এ সংসারে,
ভেসোনারে অংগারে।
আহাতে কতই এলে,
দরদী আর নাহি মেলে।
মায়াময় ভয়াল অন্ধকার,

কমীনের কংগারে।
দুঃখ জরা কব্বরে,
তাহাতে ততই জলে।
জলনী তার নাহি নেভে,
জালাময় জলন যন্তুকার।

মুমিনের মন ঘরে,
মরমী বোল কেবলে।
দেহীফারুক গা সুরে,
ঈমানী যে স্বাদ ভোলে।
মহাময় স্বর্গ বিশ্ব তার।

Leave a Reply