কবিতা – আমারই স্বাধীনতা – লেখক – ঈসাহ্ আহমেদ

ওহে স্বাধীনতা, আসবে কি তুমি আসবে মোর বাংলায়,
বাংলার মানুষ করিছে দিন যাপন তোমারই অপেক্ষায়।
তোমারই তরে গর্জন উঠে বাংলার জনতায়,
তুমি হীনা এ জাতি আজ বড়ই অসহায়।

শুনতে কি পাও, মা হারা শিশুর আর্তনাদ,
শুনতে কি পাও, হানাদার বাহিনীর বুলটের নিনাদ।
বুক চেরা রক্তে বাংলার মাটিতে আজ রক্তের নোনা স্বাদ,
রাস্তার কুকুরটাও ঘেউ ঘেউ করে তুলিছে প্রতিবাদ।

শুনতে কি পাও, সন্তান হারা মায়ের বুকফাটা চিৎকার,
তুমিই আজ সবকিছুর একমাত্র প্রতিকার।

হে স্বাধীনতা,
দেখা কি দেবে তুমি, হবে মোর বাংলার,
দেবে কি ঐ হানাদারদের হাত থেকে বাংলার মানুষকে নিস্তার।

ভালোবাসি স্বাধীনতা, ভালোবাসি বাংলা।