আমার বাংলা ভাষা । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

আমার বাংলা ভাষার বুলি
    গায় তোমার প্রেমে পড়ি
দিল নিকেতন বানাই আছো
    বাবা আদম গড়ি

ভাষার সৃষ্টি ভাব প্রকাশী
    মনুষ্য সব তোমার ভাষী
গায় আত্ম তত্ত্বে জারি
    আলসে জাত বিচারে মরি

ভাষার বিভেদ মিছে লড়াই
    অর্ন্তযামী বন্ধু আমায়
আয় পশু স্বভাব ছাড়ি
    মিলবে আদম বাগে বাড়ি

আমার ভাষা বুঝার কিতা
    কুদ-রতি চাঁদ দেখাও পিতা
দেহীফারুক বঙ্গ বাসী
    তাই বাংলাতে গান করি

Leave a Reply