আসার চুটকী জানো না,
আমার মনের বাসনা।
সদায় ছোট ভৈ খেলা খেল,
তলব রাখো না ও তার খবর রাখো না।
আশায় মেলে আপন বাসা,
আশায় লাগাও ভালবাসা।
সফল আশার একই ভাষা,
ভূলেও দুইটি কর না।
আশায় যদি পাই নিরাশা,
আশায় আগুণ বাধলো বাসা।
থাকতে সময় হিসাব কষা,
মরেও ছুট্টি পাবি না।
দেহীফারুক বলে ওরে,
যদি কথা মনে ধরে।
তোর আশার ঘরে তালা দিয়া,
ও দেখো বিজয় সাধনা।