দিল দরিয়ার মাঝে যেতে,
তার তুলনা হয় না।
ও হে আমার লালন দাদু,
দেহীফারুক আয় না।
হ্যাবলা ঘুরিস দেশে বেশে,
ফেরো আপন রতন সাথে।
আপনারে চিনলে পরে,
মিটবে সখের বাইনা।
আদ্যের তথ্য যেই জেনেছে,
দিব্যের জ্ঞানী সেই হয়েছে।
আদমেতে সেই মিশেছে,
আদম ভজন তাই না।
বিধান মানগে মনে প্রাণে,
সে পথ সুপথগামী জনে।
চেতনারী চেতন গুরু,
আমার গলার গয়না।