মারহাবা মারহাবা বলো,
আমিই মুসলিম ।
শান্তি আমার চির কামনা,
রই/হই শান্তির অধীন ।
আমি দিইনা কারোর ব্যথা,
কেউ হয় না আমার বাধা।
আমার সনে যুদ্ধ সেনে,
আমি অন্ত-জয়ী মীম।
ছুড়ে ভাংগী আকার পূজা,
আমার অন্তরযামী খুদা।
আদম রুপে তাহার পূর্তী,
আমি তাই মুস্তাকীম।
দেহীফারুক বলে ঐজজা,
ভূবন অ শান্তির কাজজা।
ঘরে ফিরে ডুবদে ওরে,
বিশ্বাসী ডুব মুসলিম।
দারুন
ধন্যবাদ