মানব প্রেমে । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

আমি কবি গাইতে এলাম,
          গাইতে এলাম মানব প্রেমে।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান,
          বাঁধ ভেসে যা বানের জলে।

পেয়েছো এ মানব খাঁচা,
           মনুষ্যত্ব মাখো সূধা।
ভালো মন্দ, মন্দ ভালো,
          কয় সে কথা বিবেক সমে।

অনাদী হে সৃষ্টি সেবা,
         আদম ঐ জীবেরী কাবা।
 আদম ফেলে ভিন্ন তথায়,
         আজাজীলের করণ ঘটে।

 ঈমানী সে শান্ত ছায়া,
         মননে জননীর মায়া।
দেহীফারুক আত্ম সরস,
           আপ পরশ আপছে লাগে।

Leave a Reply