আম খাবি আর জাম খাবি,
পাঁকা কাঠাল সেও পাবি।
মেওয়া ফলের গন্ধে রে তুই,
আমার লাগি পাগল হবি।
ফলে ফুলে সাজাই বাগান,
মানবে নেমেছে মহান।
জোমের জুংলা ফেলে দিয়ে,
সত্য সরল পথ পাবি।
কামরাঙা কুল নারিকেল,
আমড়া লেবু কদবেল ।
লিচু ফলের রসে রসিক,
দুঃখ ভোলার গান গাবি।
তাল তেতুঁল ঐ পিয়ারাই,
পেপোঁ ডালিম জলপাই।
দেহীফারুক কতই ফলে,
নিত্য সৌরভ স্বাদ যাচি।