আল্লাহ-আদম একই জনা,
সেজদাহ যে তার চরণে।
আর করো না ভূগোল পূজা,
ধরবে পশু জননে।
আল্লাহ নূরে আদম আকতি,
আদম নূরে জাহান প্রাপ্তি।
জান-জাহানের জনক জনা,
চলি তোমার বরণে।
পাথর মাটির কুড়াইয়া নুড়ি,
দরগা মসজিদ তীর্থ গড়ি।
তক্তে বইছে দয়াল বাবা,
বেচা কেনার মরণে।
হরফ কালীর ছাপাইয়া পুথি,
তাইতো ও চোখ ঘষাঘষি।
দেহীফারুক দেখ নগদে,
আদমের সে গড়নে।