দমে দমে ডাক পাড়িয়া,
আমি তোমাই চাইয়াছি / খুঁইজাছি।
আহারে দরদের মাবুদ,
আমার আল্লাহজী।
স্রোতে ভাসাইয়া বেলা,
ডিম্বাসরে জমাই খেলা।
উজানে ধড় বসুন্ধরা,
গড়েছেন জাহানের বিধি।
ত্রাসে সাজাইয়া ভেলা,
চৌদেিক জল মাঝে শিলা।
শপাটে ঝড় মিথুনঝরা,
একেঁছেন সফল আকৃতি।
সদরে লাগাইয়া তালা,
পিঞ্জিরা ঘিরিয়া বেড়া।
বন্দনা বর লেনা-দেনা,
পাবে দেহীফারুক স্বীকৃতি।