আমার পূর্ব পরিচয়ে বেশ ত্রুটির ছাপ ছিল
আত্নজীবন না বুঝে ব্যস্ত ছিলাম ভব মায়ায়।
এ জনমে ভুলের ঔষধ সেবনে বড়ই ক্লান্ত
ভাবছি কবে, শোধ হবে মহান স্রষ্টার দয়ায়।
স্বয়ণে-স্বপনে সাহিত্যিকগণ এক নিশানায়
বিশ্ব মানবতায় একক পতাকা উড়িয়ে চলে।
নানা ভাষার ভাষা সৈনিক আপন রং মিশিয়ে
সততার পথ ধরে সদা, সততার কথা বলে।।
পারমানবিক অস্ত্র, গোলাবারুদ নিষ্প্রয়োজন
কলমযোদ্ধা খাতা কলমে সাজায় মনের ব্যাথা।
ইতিহাস কথা বলে, কবি যুদ্ধে রক্ত ক্ষয় নাই
মনুষ্যত্ব অর্জন, পশুত্ব বর্জন আসল কথা।।
ইতিহাস প্রমাণ, বঙ্গে রবীন্দ্রনাথ – নজরুল
অমর সুরে জাতিভেদের ঊর্ধ্বে ওঁরা কালজয়ী।
আধুনিকে অন্তর মেলে, দেহী ফারুক -এনামুল
কবি মনে দুইপারে, একাকার এঁরা বিশ্বময়ী।।
লক্ষ যোজন ভুলে আজ, নিজ ঘরে আমি সার্থক
জন্মেছি মহান পুরুষ হাছন -লালনের দেশে।
শরীরে বইছে এক রক্তের গ্রুপ আমি বাঙালি
কবিতা, গান, রচনা করি বাউলা মানব বেশে।।