আমার গান হলো ইবাদতের ফুল
দেখগা নয়ণ মেলে,
নামাজ সেতো মিরাজ পেলেম
আপনে নিরজন।
নফসে পশু বাড়াবাড়ি
কতল করলা তারে,
সবার জন্য আছেন সত্য
ঈমানে নাও দিলে।
চয়নিকা ফির দুনিয়া
হাশরের দিন এলে,
নয়িমী দায়েমী সেই রুপ
আদমের আদলে।
কাছে থেকে দূরে এলাম
ছেড়ে মোহ মায়া তোরে,
ও নগদে দেখিলাম তারে
দেহী ফারুক বলে।