কার আনন্দ কে বিলায়,
ঈদ নামিলো কার ধরায়।
নন্দ চাঁদের চন্দ্র আলো,
আলোয় আলোয় মন হরায়।
জেতন পশু করো রে জবাই,
খুত হয়িলে যোগ্য সে নই।
হৃদয় গগনে নবমী চাঁদ,
ঈদ মোবারক যাই ঈদ গায়।
ছয় তাকবিরে জয় সালাতি,
তড়ি ঘড়ি কর কুরবানি।
আত্ত্ব অপর স্বজন ভাগ,
ঈদ মোবারক আয় ঈদ গায়।
আজ ভাবিতে কষ্ট যে পায়,
শুনা কথা গুজব ছড়ায়।
দেহীফারুক ঐ চাঁদ দেখা,
ঈদ মোবারক তার ঈদ গায়।
Excellent
Thank You