ঈসাহ আব্বুজী আব্বুজী । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

ঈসাহ আব্বুজী আব্বুজী
গাই তোমার স্তুতি॥
অন্তর মানিব হইয়া বেটা
লও প্রণাম স্তুতি॥

বেটা আমার সুখ পরিস্থান
বাপজান রুপে দিও স্থান॥
বিছাই রাখি প্রাণ দাস্তান
যেন পায় তোমার সুপ্রীতি॥

বেটা নিরানন্দে আনন্দ দান
গহীন তলে চাঁদের আসমান॥
সূর্যরা দেয় চাঁদে প্রণাম
কেমনে পেল সেই দোস্তি॥

বেটা হবেন ধ্যানে সুপূত
সেই কামনা পায় মহাসুখ॥
দেহীফারুক প্রেমে সুহুশ
বেটা হই আমার স্বাকৃতি॥

Leave a Reply