যার কথাতে ছন্দ সাধুর,
দোলে মনো পুর।
ও বুবু তুই কেমন বুবু,
বুঝলী তারে ভুল।
বাজলো মাদল ঢামা ঢোল,
আসল নকল বিভেদ বইল।
কি হলো রে এই দুনিয়া,
সখী পায়ে সোনারী নুপুর।
কাঁদলো কাঁদন দুখো পুর,
মারণ মড়ক নরক কামুড়।
কে দেবে রে দিক জানাযা,
হলো দিন আখেরী দুপুর।
বাঁধন বাঁধলো চিরতর,
আশয় বিষয় সুখো শুধাস্বর।
দেহীফারুক গা গারে গা,
এলো উজান দেশের সুর।