ও সখী। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

ও সখী আইলা নাই,
আমার প্রতি দরদ তোমার হইলো নাই।
হাছন লালন দেহীফারুক,
জাত কালিমা মুছলা নাই।

যবন খৃষ্টান বৌদ্ধ হিন্দু,
কতনা জাত ওরে ভাইরে ভাই।
গাইতে এলাম সাম্যের গীতি,
জাতের চোখে দিলাম ছাঁই।

সৃষ্টির স্রষ্টা স্বর্গে তুমি,
মিথ্যুক তাকায় ঐ আসমান গায়।
হরতা আমার জ্ঞানের রতি,
তার তুলনা নাইরে নাই।

এক স্রষ্টার জীবন সৃষ্টি,
সবার উপর ও মানব শাঁই।
গড়া ধর্মশালা ভূতের রীতি,
পাপী তাপীর বিচার চাই।

Leave a Reply