কবিতা | নির্মল সাধনা | লেখক | অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক|

দশ্যু বেদুঈন আনিত পর-সংস্কৃতি,হেনেছে করাল থাবা।
জাগো বাঙালি জাতি তোমরা,কবে আবার বাঙালি হইবা।
বিদ্রোহী কবি নজরুলের সাম্যের গান, না বুঝে হলে দিশেহারা।
আরবি-ফারসি-উর্দ্দু জানা,মূর্খের অধম খাস মুনাফিকেরা।
শুনতে শুনতে শুনা কথায়,করিয়াছো হাদিসের রচনা।
নবীর গলায় ঢেলে দিয়ে বীষ,পাপীরা খাও আসদে চুমা।
টুকরো পাথর রুপায় মুড়ানো,আলিফ লায়লা গল্প জড়ানো।
কালু সালুতে ঢাকা ইমারত, তাতে জরীন সোনার গহনা।
হারে দাজ্জাল ধর্ম ডাকাত, আদম ধর্মের করিয়াছে নিপাত।
আল্লাহ পড়ে কাটো কাল্লা, একটি ও কি প্রাণ দিতে পারিবা।
বর্বর নাসারা দেখো নির্বুদ্ধিতা,জড়ো ভাস্কর্যে ঢিল পাথর ছুড়িলা।
জাহেল সংস্কৃতি বাংলার না, বঙ্গ নদীমাতৃক পদ্মা মেঘনা যমুনা।
জাগো বাঙালি দমন হোক মিথ্যা,নাস্তিক নারদের ছাড়ো পর কেচ্ছা।
প্রণাম কবি গুরু বঙ্গের রবি,ধ্যানবান জ্ঞানেন্দ্র স্বর্গীয় ছবি।
পিরামিডের কংসার জীবন পাইনি,কবরের দেহ কেমনে পূর্ণজীবনী!
জন্ম আত্মা চক্রে চরে চরা, ভাণ্ড,মহাভাণ্ড,মহাব্রমাণ্ড চক্রে সীমাহারা।
হুতুষে দৌড়াই সাফা মারওয়া, লোক দেখানো দৌরাত্রের কোন বেহাল্লা।
মিথ্যুক জাতির যুক্তি লাগে না,ভাস্কর্যের দালানে ঠোঙে মাথা সেজদা।
জাগো বাঙালি জাগো তোমরা,কবে আবার বাঙালি হইবা।
বঙ্গ সংস্কৃতি কুঞ্জে অসুরের হানা,সুর লয় সংগীত নির্মল সাধনা।

4 thoughts on “কবিতা | নির্মল সাধনা | লেখক | অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক|

Leave a Reply