পৃথিবী আজ জড়ষড় সুখের নেশায় মরেরে
রত্ন পেয়ে যত্ন না করে পড়েছি আজ মহাফেরে।
নিজ স্বার্থে মন মজিয়ে সুখ খুঁজি পরের কাছে
আরে নিরেট বোকা লাভ বিনে কেউ কি বসে আছে।
স্রষ্টা দিল মানব দেহ, বুঝি না তার মূল্য কেহ
অনাদরে অবহেলায় দ্বীনের তরী শবদেহ।
কি চমৎকার পোশাক ভূষণ নিষিদ্ধ বাজারে
সাজু গুজু দল বেঁধে বউ চলেছে রাত দুপুরে।
পুরুষ মানুষ বড় অসহায় রাষ্ট্রের আইনে
নিজে নির্যাতনের আসনে,ফাঁসে নারী নির্যাতনে।
অধিকাংশ হৃদরোগী অকালে পুরুষ্যত্ব শেষ
ঈমানহারা খবিস নারী হারিয়েছে তলদেশ।
পর মানুষের পরামর্শে সংসার রসাতলে
অবোধ নারী কিসের আশে স্বামী রাখে পদতলে।
এক দিনে হয়নি এমন কুকর্মে মৃত্যু বরণ
আলস্য অবহেলা জ্ঞান পাপির নরক গমন।
রাজা প্রজা একসাথে অর্থে-গর্তে বন্দি মায়াজালে
নফস আত্মা দিশেহারা দায়িত্বহীন প্রটোকলে।
এক পাপি আর এক পাপের বড় বিচারক সাজে
দোষধরা আত্মহারা তানা-নানা সব বিশ্ব মাঝে।
আগুন পানি ক্ষেপে গেছে মা প্রকৃতি জিদ ধরেছে
জঞ্জাল পরিষ্কার শেষে মহা সত্য যাবেরে জেগে।
কবি বাসন্তীর চিন্তা মিছে মনঘরে স্রষ্টা মিশে
আত্মশুদ্ধি ষোলয়ানা লুকিয়ে যাও আপন দেশে।।