আদমেতে স্রষ্টা মিশে একত্বের ছফি,
গানের মানুষ দেহী, আত্ম তত্ত্বে জ্ঞাণী।
আধুনিকে আবির্ভূত বিজ্ঞ গীতি কবি,
আত্মশুদ্ধি শতকরা অনন্তেরী বাণী।
কলিকালে, ডিজিটালে মনুষ্যত্ব ভূত,
জড়বস্তু পূজা ছলে স্বার্থে মশগুল।
মননে ফারুক গীতি পালাবেরে ছুত,
নন্দ চাঁদে দেহী আলো ইবাদতি ফুল।
ভবতরী দুরে ফেলি দমঘরে খুঁজি,
সত্যের হউক জয়, অপমিথ্যা ক্ষয়।
মানুষ সৃষ্টির সেরা প্রাণে কেন ভয়,
জাতি যারা ক্লান্তহরা মিথ্যা প্রেমে মজি।
মানবতা সমাধানে অহর্নিশি গানে,
বাসন্তীর প্রেমডোর ফারুক দর্শনে।।
উৎসর্গঃ গীতিকবি অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক কে।
আন্তরিকতায়ঃ এনামুল হক মিলন (কবি বাসন্তী)
কবির সাথে কবির সম্পর্ক থাকবে এটায় স্বাভাবিক ভালবাসা অবিরাম সুপ্রিয়।
অসংখ্য ধন্যবাদ