
আজ মানুষ তুমি মেতেছ ধ্বংসলীলায়
আজও কি আছো তুমি তমসায়,
আজ করিছ তুমি যাদের উপর জুলুম
কাল তারাও হতে পারে তোমাদের মজলুম।
আধুনিকতার ছোঁয়ায়,
আজ তোমাদের লোপ পাইয়াছে বিবেক, বুদ্ধি, জ্ঞান
তবুও বারবার জানায় তোমাদেরকে শান্তির আহ্বান
দেখ না তাকায়ে একবার,
পথের পাশের ছোট্ট বাচ্চাটা আজ পিতৃ-মাতৃহীন
তব বোমার আঘাতে তার গৃহ হইয়াছে বিলীন।
দেখ না দেখ
আজ পা বিহীন এক যুবককে,
রাস্তায় পুতুল হাতে খেলা করা শিশুটিকে,
রাজপথে পরে থাকা ছোট্ট কিশোরটির রক্তাক্ত দেহ-খানিকে।
তবুও কি লোচন পূর্ণ হয় না অশ্রুতে
মন কি ভরে না তোমার লোহিত বৃষ্টিতে।
আরবের মরুর বুকে ছোট্ট এক বিবেকহীন দেশ
তব কারনে ছোট্ট শিশু ফেলিছে অশ্রু, ছাড়িছে দেশ,
তোমার সৃষ্ট আনলে দাহ হবে তুমি, থাকিবে এর রেশ
আসিতেছে দিন, শুধিতে হইবে ঋণ, তখন মজা বুঝিবে বেশ।