দীর্ঘ একুশ বছর ধরে
অনেক খোঁজাখুঁজির পরে।
তোমারে পেলাম আমি
আমার অবুঝ অন্তরে।
তুমি শান্ত, তবুও ক্লান্ত
পারোনা নিতে কোন সিন্ধান্ত।
তোমারে আমি ভাঙ্গিয়ে দেব
অতীত জীবনের সকল ভ্রান্ত।
তোমার ঐ সাদাসিধে মন
খতিয়ে দেখেছি আমি দীর্ঘক্ষণ।
তুমিই পারবে মানিয়ে নিতে
আমার এই অগোছালো জীবন।
তোমার ঐ কাকের মত অক্ষি
আমাকে বানাতে চাই দেহরক্ষী।
তব কেন এত সংকোচ
হতে আমার প্রাণের পক্ষী।
তুমি এক উন্মোনা কান্তা
প্রমাণ ঐ নীড়হারা মনটা।
যার একঘেয়েমী ঘ্রাণের ছোঁয়া
সতত তাজা রাখে আমার প্রাণটা।
তোমার ঐ সুযোগ সন্ধানী দু’টি ঠোঁট
আমার হৃদয়ে হেনেছে চোট।
দেখে যেন মনে হয় ওটা
একটা আস্ত প্রেমের নোট।
তোমার ঐ বিনী গাঁথা কালো কেশে
যত আছে অভিমানী আবেশ।
সব কিছু করে আজি শেষ
জুড়াতে রাজি, আমার আবেগী বক্ষদেশ।
তোমার ঐ দু’চোয়ালে ভাঁজ পড়া হাসি
আমারে করেছে প্রেম উদাসী।
সান্তনা নয়,বলছি বাড়িয়ে বেশি
তুমিই আমার স্বপ্ন দেখা ষোড়শী।