বাংলা মায়ের কোলে, ধন্য ধন্য সুরে
মহাকাব্যে আবির্ভূত মহান পুরুষ।
লক্ষ যোজন সাধনে, একিজন ফেরে
সত্য লালন সাঁইজি মনের মানুষ।
জাতি ধর্ম ভেদাভেদ একতারে বেঁধে
গাইলেন আত্মবাণী বাঙালি জীবনে।
না পেয়ে অমূল্য ধন পাপি প্রাণ কাঁদে
চাঁদ হলে চাঁদে মেলে পবিত্র দর্শনে।
খুব সহজে বর্ণনা সে যে বঙ্গভাষা
হাজার ভাষার রাণী, কয় জ্ঞাণী গুণী।
ডুবলে রতন মেলে ভাসলে তামাশা
মানব প্রেমী সাঁইজি; বাজে জয়ধ্বনি।
দ্বীন সাঙ্গ মায়াপুরে খুঁজে মরি সাঁই
দিব্যজ্ঞাণী মনোঘরে; জড়বস্তু ক্ষয়।
উৎসর্গঃ গীতিকবি দেহীফারুক ।
আন্তরিকতায়ঃ ইনামুল হক (কবি বাসন্তী)
প্রণাম করি সাঁইজির, ভালোবাসি খুব আমার হৃদয়ের প্রিয় দাদু।
ধন্যবাদ