কবিতা | সোনার ছেলে হবো | লেখক | কবি বাসন্তী

স্বজ্ঞানে প্রতিজ্ঞা করছি স্বইচ্ছায় সত্য বলছি
আমি সোনার বাংলার সোনার ছেলে হবো।
মহা সত্যের জয় হবে অপমিথ্যার ক্ষয় হবে
চিরকাল মানব হৃদয়ে বেঁচে রবো।

আদম হতে বর্তমান গায় যাঁরা সত্যের গান
আমি তাঁহাদের চরণধূলি গায়ে মাখবো।
পশু স্বভাব ঝেড়ে ফেলে মনুষ্যত্বের ডানা মেলে
পৃথিবীর মাটিতে সত্যের ফসল ফলাবো।

কর্মক্ষেত্রে স্বজনপ্রীতি ধর্মশালায় অর্থনীতি
নিন্দা জ্ঞাপন করছি ঐখানে অনুপস্থিত।
ন্যায়ের জয় প্রতিষ্ঠিত সুখগুলো সোনার মত
মনের গহীনে রচিত হবে মিলন গীত।

যেখানে দুর্নীতি রবে না চোরেরা আশ্রয় পাবে না
ঐ দেশের উঠোনে সত্য পাঠশালা বানাবো।
কবির বুকে আছে বল প্রাণে সততার আঁচল
বিশ্বস্ত হাতে লাল সবুজ নিশান উড়াবো।

ধনী,গরীব, ভাই ভাই ভিন্ন জাতের একতায়
জীবন যুদ্ধের ময়দানে একত্বের বান।
কর্মের ভেদ উঁচুনিচু বৈষম্য আরো কতকিছু
আর নয় জোঁয়াখেলা গাইবো সাম্যের গান।

হাসন,লালনের বানী মানুষ ভজার কাহিনী
যে মানব সমাজের প্রার্থনা বাউল গানে।
রবী ঠাকুর,নজরুল দেহী ফারুক,এনামুল
ঐ সমাজে সোনার মানুষ হবে সুর তানে।

     (সংক্ষেপিত)

Leave a Reply