কালো আধার কালো নয়ণ,
কালো মাথার চুল।
তার চেয়ে হয় কালো,
দানব জনের ঝুল।
সত্য নরক অথৈ গোহন,
নাইকো তলা কুল।
পুড়তে হবে যেনো নিরেট,
ভূবণ বিষের শুল।
আমি আমার করো কোথায়,
এ কোন ব্যামো ভুল।
এ দেহো যে নইগো তোমার,
ভাঙ্গবে স্বপ্ন ভুল।
ভাবছে রসিক দেহীফারুক,
হাইরে মানব কূল।
ঝরনা ছাড়া বই কে নদী,
সে ঢেউয়েরী মাতুল।