আমার বন্ধেরো না প্রিরিতি,
না রইলো মোর কূলগতি।
এ যাতনা কার কাছে কইরে বন্ধে,
এ যাতনা কেমনেতে সয়।
বন্ধে হে গো সোঁয়া চান,
দেহ মনো শপলাম তার।
নাইরে তাহার শরিকদারী,
সদা একা রহে সঁই।
বন্ধে হলে সেই প্রধান,
হইনা যাহার কূল বিধান।
জয়রে মহান মানব বাড়ি,
যেথা হেথা গড়ে ছঁই।
দেহীফারুক গাঁথে গান,
সেইতো আমার জানের জান।
কইরে কথা কারে বলি,
তুমি আমি গায়েন গঁই।