কেউ স্বর্গে কেউ নরকে – গীতিকবিতা – অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

কেউ স্বর্গতে বাস করে
কেউ নরকে বাস করে।
নরক কি তা বুঝতে পাবে
মানব নফছ মৃত্যু হলে।।

সাতে মিলে নফস তোমার
কেমনে আমার রবে
আত্মা খানার জ্বলন হলে
কেমনে তা পেরোবে।।
আমির মৃত্যু ঘটন হলে খোদাতে মিলিবে।।

ভবিষ্যতে কোথায় পাবে
কোন বুকাতে বলে
লালন কি তা না দেখিলে
বাওলা নাঁচন নাঁচে।।
যে দেখেছে সেই জানে কে আর জানতে পারে।।

ফাঁদে মদন এমন দশা
এ ভবণ মাঝারে
কানায় বলে দেখতে পারি
খুড়ায় লাথি মারে।।
কূজায় কহে আমি সোজা ফারুকের কি হবে!!

Leave a Reply