কেমনে কহিবো। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

জনমে জনমে তোমারে,
আমি ভালো বেসেছি।
মরিয়া অমর কেমনে কহিবো,
তব নাম সুর গেথেছি।

যুগে যুগে সমাচার,
কলিকালে অবতার।
মহাযোগে মন বাধা,
জাত কুল ভেঙ্গেছি।

রুপে রুপে সমাহার,
অপরুপা রুপকার।
মহাকালে রুপ ছায়া,
ক্ষন কাল তেজেছি।

ক্ষমো ক্ষমো অপরাধ,
দয়া জীবে করো নাথ।
দেহীফারুক তব দয়া,
সর্বদায় ডেকেছি।

Leave a Reply